রামগতিতে নতুন পাঠ্যবই বিতরনের উদ্বোধন Sarwar Sarwar Miran প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫ দেশালোক: ২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) সকালে আলেকজান্ডার কামিল মাদ্রাসা হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার বিভিন্ন শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি কালেক্টর লক্ষ্মীপুর মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন, আলেকজান্ডার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি সৈয়দ আমজাদ হোসেন অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রতি বছরের মতো সরকার এবারও বিনামূল্যে বই বিতরণের ব্যবস্থা করেছে। স্কুল মাদ্রাসা ও কারিগরি বোর্ডের কোন ছাত্র ছাত্রী বই পাওয়া থেকে বাদ যাবে না। শিক্ষাকে সহজলভ্য ও সার্বজনিন করতে সরকার সব ধরনের প্রচেষ্টা করে যাচ্ছে। এর পরে অতিথিরা আলেকজান্ডার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণে অংশ নেন এবং বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার রূপাঞ্জলী কর, উপজেলা বিএনপির আহবায়ক মো. জামাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আকতার, এবং বিদ্যালয়ের শিক্ষক মন্ডলি ও শিক্ষার্থীরা। SHARES উপকূল বিষয়: