রামগতিতে আরো ৩ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন Sarwar Sarwar Miran প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫ দেশালোক: রবিবার সারাদিন মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের রামগতিতে আরো তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। লক্ষ্মীপুর জেলা পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেছে রামগতি উপজেলা প্রশাসন। ভাটা গুলো হচ্ছে— উপজেলার চররমিজ ইউনিয়নের চরআফজল গ্রামের মেসার্স এসকেবি (করিম, কাউসার, সাইফুল, সাত্তার) ব্রিকস, মেসার্স আদর্শ ব্রিকস্ এবং চরনেয়ামত গ্রামের মেসার্স আলী ব্রিকস। এ অভিযানের দুুটিতে নেতৃত্ব দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারি সচিব) সুলতানা সালেহা সুমী এবং অন্য একটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সৈয়দ আমজাদ হোসেন। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মোজাম্মেল হক। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক হারুন অর রশিদ পাঠান, রামগতি থানা পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী এবং উপজেলা ফায়ার স্টেশনের আলাদা আলাদা টিম। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ইটভাটাগুলোর বিরুদ্ধে জরিমানা নির্ধারণ ও আদায় করা হয় এবং ইট তৈরির কাঁচামাল ও চিমনি ভেঙে দেয়া হয়। এছাড়াও অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনা করায় মেসার্স এসকেবি (করিম কাউসার সাইফুল সাত্তার) ব্রিকসকে ১লক্ষ টাকা, মেসার্স আদর্শ ব্রিকসকে ২লক্ষ টাকা এবং মেসার্স আলী ব্রিকসকে ২লক্ষ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহি অফিসার সৈয়দ আমজাদ হোসেন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক হারুন অর রশিদ পাঠান জানান, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ বিবেচনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। উল্লেখ্য, এর আগে গত বুধবার (০১জানুয়ারি) অভিযান পরিচালনার মাধ্যমে উপজেলার চর আলগী ও চর রমিজ ইউনিয়নের চর হাসান হোসেন গ্রামের এনবিএম ব্রিকস এবং আরবিসি ব্রিকস্ চিমনি ভেঙ্গে ও আগুন নিভিয়ে সম্পূর্ন গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও দুটি অবৈধভাবে পরিচালনার দায়ে আরবিসি ব্রিকসকে ১লক্ষ টাকা এবং এনবিএম ব্রিকস্ মালিকে ৫০লক্ষ টাকা জরিমানা করা হয়। SHARES আইন আদালত বিষয়: