হারানো বিজ্ঞপ্তি

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

দেশালোক:

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার নুরিয়া হাজির হাট এলাকা থেকে মো: আরিফ হোসেন (১৭) নামের এক ছেলে নিখোঁজ হয়েছে। ছেলেটির গায়ের রং ফর্সা। উচ্চতা ৫ফুট। ওজন আনুমানিক ৫২কেজি। চোখের রং কালো। হারিয়ে যাওয়ার সময় তার গায়ে ছিল শোয়েটারসহ গেঞ্জি এবং পরনে ছিলো জিন্সপ্যান্ট। এ বিষয়ে রবিবার সন্ধ্যায় রামগতি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নং ৫৪৫।

অভিভাবক ও জিডি সূত্রে জানা যায়, আরিফ হোসেন শুক্রবার সকাল ১১টা ঘটিকার সময় নিজ ঠিকানা রামগতি পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ নুরিয়া হাজীরহাট বাজার এলাকা থেকে নিখোঁজ হয়। গত দু দিন বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়ে এবং মাইকিং করেও তার সন্ধান মেলেনি। নিখোঁজ আরিফ হোসেনের বাবার নাম আজাদ উদ্দিন এবং মায়ের নাম জোসনা বেগম। সে বাবার মালিকানাধিন নার্সারির কাজে সহায়তা করত।

আরিফের বড় ভাই মো: জাকের হোসেন জানান, ছোট ভাইয়ের খোঁজ না মেলায় বাবা-মাসহ পুরো পরিবার চিন্তায় অসুস্থ হয়ে গেছে। সারাক্ষন কান্নাকাটি করছে। গত দু দিনে তার সন্ধান না পাওয়ায় আইনের আশ্রয় নেওয়া হয়েছে। পারিবারিক সদস্যরা মিলে এখনো তার সন্ধানে দিক-বিদিক ছুটছি। জাকের হোসেন তার ভাইয়ের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করছেন। কোথাও কেউ দেখে থাকলে তাকে জানানোর অনুরোধ করেছেন। তার মোবাইল নম্বর: ০১৬১৪-৮৯২১৮০।