রামগতিতে স্কাউটসের কমিশনার পদে ভোট সোমবার Sarwar Sarwar Miran প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫ দেশালোক: লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ স্কাউটস্ এর রামগতি উপজেলা শাখার ত্রৈবার্ষিক নির্বাচন আগামীকাল ১৩ জানুয়ারি (সোমবার)। স্কাউটস এর উপজেলা কমিশনার পদে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল দশটা থেকে এ ভোট অনুষ্ঠিতগ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলা সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক স্কাউটস্ সদস্য এ ভোটার হিসেবে ভোট প্রদান করবেন। একটি মাত্র পদ হিসেবে কমিশনার পদে প্রতিদ্বন্ধীতা করছেন আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রিয়াজ উদ্দিন এবং মধ্য চর আলেকজান্ডার (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও রামগতি উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির সভাপতি মো: আবু সাঈদ। উল্লেখ্য, বাংলাদেশ স্কাউটস্ এর সভাপতি হিসেবে পদাদিকারবলে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহি কর্মকতা সৈয়দ আমজাদ হোসেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ গোলাম শওকত এমরান। রামগতি উপজেলায় ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২২টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১২টি মাদ্রাসা রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানসহ একজন সহকারি শিক্ষক (স্কাউটস্ দায়িত্বপালনকারী) মোট দুইজন কাউন্সিলর হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন। আসন্ন নির্বাচনে দু প্রতিদ্বন্ধী প্রার্থীই নিজেদের জয়ের ব্যাপারের আশাবাদি। তারা জানান, রাষ্ট্রীয় ও মানবহৈতিষী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে স্কাউটস্কে উপজেলাব্যাপি উন্নয়ন কর্মকান্ড প্রসারের লক্ষে কাজ করব। প্রতিদ্বন্ধীতা কেবল আনুষ্ঠানিকতা মাত্র। তারা ভোটারদের ভোট প্রত্যাশা ও সবার দোয়া কামনা করেন। SHARES আইন আদালত বিষয়: