রামগতি-কমলনগরে ছয় কলেজে এইচএসসি ভর্তি

নেইমপাম নেইমপাম

বাংলাদেশ

প্রকাশিত: ৮:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০২০

দেশালোক সংবাদঃ রামগতি ও কমলনগর উপজেলার ছয়টি কলেজসহ দেশের সকল কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেনির ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে ৮ আগস্ট থেকে।

২০২০-২১ সেশনে রামগতি উপজেলার একটি সরকারি এবং তিনটি বেসরকারী কলেজ রয়েছে। কলেজ গুলো হলো আসম আবদুর রব সরকারী কলেজ, আবদুল হাদী কলেজ, রামগতি আহমদীয়া কলেজ এবং ডা: তোফা-ই আইউব মহিলা কলেজ। কমলনগর উপজেলার দুটি কলেজ হলো হাজীরহাট উপকূল সরকারী কলেজ এবং কমলনগর কলেজ।

সব গুলো কলেজেই ভর্তি আবেদনের যোগ্যতা সর্বনিম্ন ডি গ্রেড বা জিপিএ -১। কলেজ গুলোতে ভর্তি হতে অনলাইনে আবেদনের পাশাপাশি স্বশরীরে ক্যাম্পাসের অফিসে এসেও আবেদন করার সুযোগ রয়েছে।