রামগতিতে জোয়ারে ক্ষতিগ্রস্তদের মাঝে ইউএনওসহ সংগঠন-সংস্থার ত্রান বিতরন

নেইমপাম নেইমপাম

বাংলাদেশ

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০

দেশালোক সংবাদঃ লক্ষ্মীপুরে রামগতি উপজেলায় গতো কয়েকদিন ধরে অস্বাভাবিক জোয়ারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জোয়ারে মানবেতর জীবন কাটাচ্ছে উপকূলীয় এলাকার লক্ষাধিক মানুষ।

ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রান সামগ্রী বিতরন করেছে রামগতি উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আবদুল মোমিন। এছাড়া বিভিন্ন রাজনৈতিকদল, সংগঠন সংস্থাও ত্রান বিতরন করেছেন। এছাড়াও ব্যক্তি উদ্যোগেও ত্রান বিতরন কার্যক্রম করছেন কেউ কেউ।

উপজেলা যুবলীগের আহবায়ক শাহ মোঃ রাকিব নিজ দলের কর্মীদের নিয়ে পৌর এলাকায় ত্রান বিতরন করেছেন। বালুরচর স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশন বালুরচর এলাকায়, রামগতি লিল্লাহ ফাউন্ডেশন বড়খেরী এবং চরগাজী এলাকায় ত্রান সামগ্রী বিতরন করেছে।

ত্রানের মধ্যে রয়েছে শুকনো খাবার, চাল ডাল, লবনসহ নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আবদুল মোমিন দেশালোক ডটকমকে জানান, জেলা প্রসাশক মহোদয়ের সাথে এ ব্যাপারে কথা হয়েছে। দু তিন দিনের মধ্যে সরকারি বরাদ্ধ পাওয়া যাবে। তখন বৃহৎ পরিসবে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে