রামগতি পৌর ৯নং ওয়ার্ডে পানিবন্দি অর্ধশতাধিক পরিবার

নেইমপাম নেইমপাম

বাংলাদেশ

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০

দেশালোক সংবাদঃ রামগতি পৌরসভার ০৯ নং ওয়ার্ডে অর্ধ শতাধিক পরিবার জলবদ্ধতার কারনে পানি বন্দি হয়ে মানবেতর দিন কাটাচ্ছে। সামান্য বৃষ্টিতেই এ জলাবদ্ধতা সৃষ্টি হয়। দুর্ভোগের শিকার পরিবার গুলোর সাথে কথা বলে জানা গেছে, বাড়ির আশপাশে নতুন নতুন বাড়িঘর তৈরি হওয়ায় বৃষ্টির পানি কোথাও সরতে পারছে না। যার ফলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। অপরিকল্পিতভাবে মাছের প্রজেক্ট তৈরি করাকেও দায়ী করছেন কেউ কেউ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মুচি বাড়ি, কিরন চন্দ্র নাথের বাড়িসহ এর আশপাশের বেশ কয়েকটি বাড়ি ঘর এবং উঠানে পানি। বেশ কিছু অংশ পানিতে ঢুবে গেছে মুছি বাড়ির পেছনের চাপরাশি সড়ক।

আসলাম তহশীলদার বাড়ি এবং আশপাশের ত্রিশটি পরিবার গতো দু মাস ধরে পানিবন্দি হয়ে দিন কাটাচ্ছে। বাড়ির দরজা ডুবে গেছে। নুরীয়া হাজীরহাটের উত্তরে হামিদ খাঁন সড়কের পাশে পানিতে ডুবে গেছে নতুন রোপা আমন ধানক্ষেত। খোশাল বাড়ির দক্ষিনে একটি রাস্তাও পানিতে ডুবে গেছে। পানিবন্দি কয়েকটি পরিবার। খোদ পৌরসভায় কর্মরত এক কর্মচারীর বাড়ির দরজাটিও পানিতে ঢুবে থাকতে দেখা গেছে।

ভূক্তভোগি পরিবার গুলোর একজন রানি চন্দ্র নাথ বলেন, গতো এক সাপ্তাহ ধরে পানি বন্দি। মানুষ ভাসে জোয়ারের পানিতে আর আমরা ভাসি বৃষ্টির পানিতে। তিনি পৌরসভার মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলরের কাছে জলবদ্ধতা নিরসনে দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন দেশালোক ডটকমকে জানান, অতিবৃষ্টি এবং জোয়ারের পানিতে এ সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তাছাড়া এলাকায় নতুন নতুন বাড়িঘর তৈরি হওয়ায় পানি কোথাও যেতে পারছে না। রামগতি পৌরসভা থেকে খোঁজ খবর নিয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।