রামগতিতে জোয়ারে ধসে পড়া কালভার্টটিতে জনদুর্ভোগ

নেইমপাম নেইমপাম

বাংলাদেশ

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০

দেশালোক সংবাদঃ রামগতি উপজেলার ৬নং চর আলগী ইউনিয়নের একটি জনবহুল সড়কে ধসে পড়েছে কালভার্ট।সংস্কার না করায় জন দুর্ভোগ চরমে।

চর টগবী গ্রামের বাঘা বাড়িসহ গ্রামের দক্ষিণ – পশ্চিম দিকে যাওয়ার সংযোগ সড়কের পুলটি কিছুদিন আগে অতিরিক্ত জোয়ারের স্রোতে ধসে পড়েছে। এতে প্রায় দুই শতাধিক বাড়ির লোকজন চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে।

অনতিবিলম্বে পুলটি মেরামত করা বা বিকল্প ব্যবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।

বেসরকারি শিক্ষক মোঃ আবদুস সাত্তার জানান, পুলটি দ্রুত মেরামত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এতে করে গ্রামবাসী উপকৃত হবেন।

ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরী জানান,কালভার্ট ধসে পড়ার বিষয়টি আমি অবগত আছি। উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আবদুল মোমিন সরেজমিনে দেখে এসেছেন।আগামীকালকেই সেখানে একটি কাঠের পুল তৈরি করে সাময়িক ভাবে সমস্যার সমাধান করার কাজ শুরু হবে।