চর কালকিনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাইনবোর্ড চুরি!

নেইমপাম নেইমপাম

বাংলাদেশ

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০

দেশালোক সংবাদঃ লক্ষ্মীপুর কমকনগর উপজেলসর চর কালকিনি আদর্শ উচ্চ বিদ্যালয় নদী ভাঙ্গন কবলিত স্কুল। মেঘনার ভাংগনে ২০১৩ সালে চর লরেন্স বাজারের (১ কি.মি) পূর্বে পাটোয়ারী পাড়াতে স্থানান্তরিত হয়।

বিদ্যালয়টি উক্ত স্থানে স্থাপিত হওয়ার পর থেকে এ অঞ্চলের শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করছে। ইতিমধ্যে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম এলাকাবাসী ও কমলনগর শিক্ষা পরিবারের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে।

বিদ্যালয়টি বাজারের পূর্ব দিকে অবস্থিত হওয়াতে বিদ্যালয় কর্তৃপক্ষ লরেন্স বাজারের পূর্ব মাথায় রাস্তার পাশে দুটি পিলার দ্বারা একটি সাইনবোর্ড স্থাপন করেন। ৩০ আগস্ট রাতে কে বা কারা সাইনবোর্ডটি  চুরি করে নিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন দেশালোক ডটকমকে জানান, এ ধরনের হীন ও জঘন্য কাজের যে সকল দুষ্কৃত এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও অবহিত করেছি।