বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে বেসরকারি অনার্স মাস্টার্স শিক্ষকদের শোক সভা

নেইমপাম নেইমপাম

বাংলাদেশ

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

দেশালোক সংবাদঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভার্চুয়াল শোক সভা করেছে অনার্স মাস্টার্স শিক্ষকরা।

৩১আগস্ট বিকেলে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক পরিষদ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারী কল্যান ট্রাস্টের মহাসচিব মোঃ শাহজাহান সাজু। প্রধান বক্তা ছিলেন ঢাকা বোর্ড ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফজর আলী।

মোঃ মেহরাব আলীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাদিকুর রহমান সভা সঞ্চালনা করেন।দেশের বিভিন্ন বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স শিক্ষকরাও এ সভায় অংশ নেন।

বক্তারা জাতির জনকের শিক্ষা সম্পর্কিত নানান উদ্যোগ নিয়ে আলোচনার পাশাপাশি চলমান এমপিও সংশোধনী নীতিমালা -১৮ তে বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে জোর দাবি জানান। দীর্ঘ ২৮ বছরের বঞ্চনা বেতনহীনতা থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেন।

সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়।