রামগতিতে হরিনাম মহাযজ্ঞে সরকারি কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মিলনমেলা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪

দেশালোক:

লক্ষ্মীপুরের রামগতিতে সনাতন ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে সরকারি-বেসরকারি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মিলনমেলায় পরিনত হয়েছে। বিশ্ব শান্তিকল্পে ও মানব কল্যান কামনায় ৮২তম বার্ষিক উৎসব উপলক্ষে উপজেলার রঘুনাথপুরে ৫দিনব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২৪ এপ্রিল বুধবার উপজেলার রঘুনাথপুর শ্রী শ্রী মহাপ্রভুর আশ্রমে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নানান গুনীজনের উপস্থিতিতে ধর্মীয় এ অনুষ্ঠান পরিনত হয়েছে সামাজিক মিলন মেলায়।

আশ্রম প্রাঙ্গনে সকাল এগারোটায় দেশ সেবায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় স্থানীয় সাংসদ মো: আবদুল্যাহ আল মামুনসহ ৯কৃতি ব্যক্তিত্বকে সংবর্ধনা দেয়া হয়ে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রসাশক সুরাইয়া জাহান, জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ, পুলিশ সুপার (রামগতি-কমলনগর সার্কেল) সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, রামগতি উপজেলা নির্বাহি অফিসার সৈয়দ আমজাদ হোসেন, কমলনগর উপজেলা নির্বাহি অফিসার সুচিত্র রঞ্জন দাস, রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোসলেহ উদ্দিন, রামগতি পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক মুন্নী সাহা, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য আবদুজ্জাহের সাজুসহ, ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম দিদার, হাসান মাকসুদ মিজান এবং তাওহীদুল ইসলামসহ মুসলিম ও সনাতন ধর্মের উপজেলা পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশ্রমের সভাপতি ডা: সুকান্ত মজুমদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অনিমেষ মজুমদার। মহাপ্রভুর সেবক সংঘের প্রতিষ্ঠাতা প্রয়াত দখিনা রঞ্জন দাসের স্মরনে কীর্তন ও প্রসাদ বিতরন করা হয়। সেবক সংঘের সাধারণ সম্পাদক রিপন মজুমদারের নেতৃত্ব দুই শতাধিক সেবক সদস্য স্বেচ্ছায় মানবিক কাজে অংশ নিয়েছেন।

২০এপ্রিল শুরু হওয়া এ মহা নামযজ্ঞ আজ বিকেলে মন্দির পরিক্রমা, ব্রজধূলি গ্রহন ও শান্তি আশীর্বাদদানের মাধ্যমে সমাপ্ত হয়।