নতুন ২জনসহ রামগতিতে মোট করোনা শনাক্ত ১২১

নেইমপাম নেইমপাম

বাংলাদেশ

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০

দেশালোক ডেস্কঃ গত চব্বিশ ঘন্টায় (৪ আগস্ট) রামগতিতে নতুন করে করোনা শনাক্ত দুইজন। এ নিয়ে উপজেলায় মোট শনাক্ত হলো ১২১। লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে নিয়মিত দেয়া তথ্য থেকে জানা এ তালিকা পাওয়া গেছে।

শনাক্ত তালিকা থেকে সুস্থ হয়েছেন ১০৮জন। মারা গেছে ২জন এবং চিকিত্সাধীন রয়েছেন ১১জন।

উল্লেখ্য, জেলায় মোট নমুনা পরীক্ষা- ৮১জন।
পজেটিভ- ১৫ (সদর- ০৭, রামগঞ্জ- ০২, রায়পুর-০২, কমলনগর- ০২, রামগতি- ০২)। সর্বমোট পজেটিভ- ২০০৭ জন।

গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ- ৬০। মোট নমুনা সংগ্রহ- ১০১৫৮জন। মোট প্রাপ্ত রেজাল্ট- ৯৯৫২। পেন্ডিং- ২০৬।

পজেটিভ কেইস বিভাজন তালিকাঃ সদর- ১২৪৩, রায়পুর- ১৬৭, রামগঞ্জ- ২৩৮, কমলনগর- ১৯৮, রামগতি- ১২১। মোট ২০০৭।

হাসপাতালে ভর্তি আছ- ১৩ জন (সদর হাসপাতাল- ০৫, কমলনগর- ০৩, রায়পুর- ০৫)।

হোম আইসোলেটেড চিকিৎসাধীন- ৪৮২ জন (সদর- ৪৩৫, রায়পুর- ০৬, রামগঞ্জ- ১৭, কমলনগর- ১৩, রামগতি,- ১১)।

সুস্থ- ১৪৬৬ জন (সদর- ৮১৪, রায়পুর- ১৫৩, রামগঞ্জ- ২১০, কমলনগর- ১৮১, রামগতি-১০৮)
। মোট মৃত- ৩৭ জন(সদর-২০, রায়পুর-৩, রামগঞ্জ- ১১, কমলনগর-১, রামগতি-২)

(এ পর্যন্ত সর্বমোট ৭৮ জন করোনা উপসর্গ সহ মারা যান। তাদের সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে মৃত্যুর পর ২৯ জন করোনা সনাক্ত হয়েছে। অপর ৮ জন সনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।)