রামগতি কমলনগরে বিদ্যানন্দ হাসপাতালের ফ্রি চিকিৎসা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০

দেশালোকঃ ১৯ সেপ্টেম্বর শনিবার দিনব্যাপী লক্ষ্মীপুরের রামগতিতে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে বিদ্যানন্দ ভাসমান হাসপাতাল।

এতে সহযোগিতা করে বালুরচর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, রামগতি। এ চিকিৎসা সেবা আওতায় রামগতি -কমলনগরের প্রায় সহস্রাধিক রোগির ফ্রি চিকিৎসা ও ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করে বিদ্যানন্দ ফাউন্ডেশন। তার মধ্যে রামগতির বালুরচর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় আট শতাধিক রোগির চিকিৎসা সেবা দেয়া হয়। এর আগে কমলনগর উপজেলায়ও একই ক্যাম্প আয়োজন করে সংগঠনটি।

উল্লেখ্য, বিদ্যানন্দ ভাসমান হাসপাতালটি জাতীয়ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের মেডিকেল উদ্যোগ। যার আওতায় নদী পথে উপকূলীয় এলাকা সমূহে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়ে থাকে।
তবে সংগঠনটি এক টাকায় আহার প্রজেক্ট দিয়েই সর্বাধিক পরিচিত।

এর আগেও করোনাকালীন সময়ে স্বপ্ন নিয়ে’র মাধ্যমে রামগতিতে ত্রান কার্যক্রম পরিচালনা করেছে বিদ্যানন্দ।