রামগতির মাদ্রাসা শিক্ষার্থীকে গোলাম রাব্বানীর কিতাব উপহার

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০

দেশালোক ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসীতা গ্রামের মোঃ তমিজকে পুরো সেট কিতাব দিয়েছে সাবেক ছাত্রলীগ সভাপতি গোলাম রাব্বানী।

মোঃ তমিজ উদ্দিন ফেনী জেলার বিরুলীয়া ইসলামীয়া মাদরাসার জামাতে মিশকাতের শিক্ষার্থী।

ছোটবেলা থেকেই তার বাবা-মায়ের স্বপ্ন ছিলো ছেলেকে ইসলামি শিক্ষায় দীক্ষিত করে বড় আলেম বানাবেন। হঠাৎ বাবা মারা যাওয়ায় অর্থনৈতিক সংকটে সে স্বপ্ন ফিকে হয়ে আসছিলো। বহু কষ্টে মাদরাসায় ভর্তি হন।

অর্থাভাবে মাদ্রাসা থেকে দেয়া লম্বা লিস্টের কিতাব কেনার সামর্থ্য ছিল না। এ খবরে তমিজ উদ্দিনের পাশে দাঁড়িয়েছে সাবেক এ ছাত্রনেতার মানবিক সংগঠন Team Positive Bangladesh (TPB)।

১৯ সেপ্টেম্বর শনিবার পুরো সিলেবাসের ৩০টি কিতাব তমিজ উদ্দিনের হাতে তুলে দেয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

এ নিয়ে ছবিসহ সোস্যাল মিড়িয়ায় একটি পোস্ট দিয়েছেন তিনি।