উপকূল জুড়ে নতুন আতংক রাতের জোয়ার

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

দেশালোকঃ গতো কয়েকদিন ধরে মেঘনা উপকূল জুড়ে হানা দিচ্ছে রাতের জোয়ার। এ নিয়ে দিনে দু থেকে তিনবার আসে জোয়ার। দিনের জোয়ারে খুব বেশি পানি না উঠলেও রাতের জোয়ার ভয়ংকর রুপে হানা দেয়।

গতো কয়েকদিনে লক্ষ্মীপুরের রামগতি কমলনগর জুড়ে রাতের জোয়ারে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে উপকূলের প্রায় ত্রিশটি গ্রাম।

রাতে জোয়ার আসে রাতে একটা থেকে তিনটার মধ্যে। গভীর রাতে ঘুমন্ত পরিবেশে অস্বাভাবিক জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করায় জনজীবনে এর প্রভাব পড়ছে অনেক বেশি। হঠাৎ করে আসা এ জোয়ারে ক্ষয়ক্ষতির পরিমানও কয়েকগুন বেড়েছে।

চর রমিজ ইউনিয়নের আবদুল আলী জানান, শেষ রাতে জোয়ার আসায় নির্ঘুম কাটাতে হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে। জরুরী মালামাল সরাতেই ব্যস্ত থাকতে হয়।

বালুরচরের শহীদুল জানান, সারারাতই আতংকে থাকতে হয় কখন পানি বেড়ে যায় সে ভয়ে। গত এক সাপ্তাহ ধরে ঘুমাতে পারছেন না ভয়ে।

অন্যান্য জোয়ারের চেয়ে রাতের জোয়ার স্বাভাবিকের চেয়ে চার থেকে ছয় ফুট বেশি উচ্চতায় জোয়ার হয়। রাতের জোয়ারের স্থায়ীত্বও বেশি।