মেঘনার ভাংগনে যে ছবি ভাইরাল!

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

দেশালোকঃ লক্ষ্মীপুরের রামগতি কমলনগর উপজেলা দুটি মেঘনার ভাংগন কবলিত প্রায় তিন যুগ ধরে। এসব এলাকার মানুষ প্রতিনিয়তই ভাংগন দৃশ্যে অভ্যস্ত।

গতো দু দিন ধরে সোস্যাল মিড়িয়া ফেসবুকে ভাংগনের একটি ছবি ভাসছে। মোট কথা ভাইরাল যাকে বলে!

ছবিটিতে দেখা গেছে একজন নারী তার সন্তানকে কাছে রেখে রান্নার কাজ করছেন। কিন্তু রান্নার চুলোটি মেঘনা গর্ভে বিলীন হতে বড়ো ধরনের ফাটল দেখা গেছে। ঐ নারী চুলোটি নদীতে ভেংগে পড়বে জেনেও রান্নার কাজ চালিয়ে নিচ্ছেন। একেবারে নিশ্চিন্তে!

ছবিটিতে একদিকে ভিটে মাটি হারা মানুষের দুঃখ দুর্দশার চিত্র ফুটে উঠেছে। অন্যদিকে, প্রবল বিশ্বাস রেখেছেন নদী তার আবাসস্থল কেড়ে নেবে না। কোন এক নিপুন ঐশ্বরিক ইশারায় রক্ষা পাবেন হয়তো!

সোস্যাল এক্টিভিস্টরা এটিকে রামগতি কমলনগর উপজেলার মেঘনার ভাংগন কবলিতদের চরম মানবিক বিপর্যয় হিসেবে তুলে ধরেছেন।

ছবিটি কমলনগরের যে কোন ভাংগন কবলিত এলাকা থেকে তোলা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে কে তুলেছেন কিংবা কবে তোলা হয়েছে তা নিশ্চিত হওয়া যায় নি।

কমলনগর রামগতি রক্ষা পরিষদের আহবায়ক এ্যাডভোকেট আবদুস সাত্তার পলোয়ান, সোস্যাল এক্টিভিস্ট নেওয়াজ শরীফ রায়হান, লেখক সায়েম মাহমুদ, শিক্ষক ওসমান গণি, মোঃ নাহিদসহ অসংখ্য জন পোস্ট করেছেন ছবিটি। শেয়ারও করেছে অনেকে।

এরপরই বিভিন্ন আইডি, গ্রুপ এবং পেজে আপলোড কিংবা শেয়ার হতে থাকে।