রামগতি কমলনগর রক্ষা বাঁধের পুনঃজরিপে আসছেন প্রকল্প প্রধান

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

দেশালোকঃ রামগতি- কমলনগর এলাকার ভাঙ্গন হতে রক্ষা প্রকল্পের আহবায়ক আজ ১৭ নভেম্বর পরিদর্শনে আসছেন। এমনটিই জানিয়েছেন আওয়ামীলীগ নেতা আবদুজ জাহের সাজু।

তিনি আজ ১৬ নভেম্বর বিকেলে ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন তার আইডি থেকে।

তিনি লিখেছেন, মেঘনা নদীর তীর সংরক্ষণ শীর্ষক প্রকল্পের কমিশনের আহবায়ক জনাব ড. জীবন কুমার সরকার পি.ইজি, তত্তাবধায়ক প্রকৌশলী, নকশা সার্কেল-৪ বাপাউবো, ঢাকাসহ কমিটির ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল আ ১৭ নভেম্বর সকালে ঢাকা থেকে রামগতি, কমলনগর আসবেন। পুনঃজরিপের কাজেই এ প্রতিনিধি দল মেঘনার ভাংগন কবলিত এ উপজেলা দুটিতে আসছেন ।

তিনি আরো লেখেন, দ্রুত পূনজরিপ করার জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আগামীকাল আমিও সাথে থাকবো। আপনাদের
সহযোগিতার জন্যে বিশেষ ভাবে অনুরোধ করছি।

উল্লেখ্য, মেঘনার ভাংগন প্রতিরোধে রামগতি কমলনগর রক্ষায় প্রায় তিনহাজার দুইশ কোটি টাকার প্রকল্প গতো দু মাস আগে পুনঃ জরিপের জন্য মন্ত্রনালয় থেকে ফেরত আসে। তারই ধারাবাহিকতায় এ পুনঃ জরিপ চলবে।