আলেকজান্ডার – সোনাপুর রুটে আবারো বাস সার্ভিস চালু

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০

দেশালোকঃ আলেকজান্ডার টু সোনাপুর রুটে আবারো বাস সার্ভিস চালু করেছে নোয়াখালী আন্তঃজেলা বাস মালিক সমিতি।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে এ সার্ভিস চালু করা হয়। প্রতি চল্লিশ মিনিট পর পর বাস দু স্টপেজ থেকে যাওয়া আসা করবে।

ত্রিশ কিলোমিটার দুরত্বের এ সড়কে ভাড়া নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা। করা হয়েছে টিকিটিং সিস্টেম। যাত্রীদেরকে নির্ধারিত কাউন্টার থেকে পুর্বেই টিকেট সংগ্রহ করতে হবে।

সুবর্ণ সুপার সার্ভিসের নাম পাল্টে নতুন করে নামকরন করা হয়েছে সুবর্ণ  সুপার দ্রুতযান সার্ভিস। বড় বড় বাজার গুলো ছাড়া আর কোথাও থামবেনা এ বাস সার্ভিস। মাত্র চল্লিশ মিনিটে যাওয়া আসা করা যাবে আলেকজান্ডার – সোনাপুর।

রামদয়াল বাজারের কাউন্টারম্যান মোঃ দিদার জানান, কমিশনের ভিত্তিতে আমরা টিকেট বিক্রি করি। নতুন করে যাত্রীও হচ্ছে।

বেশ কয়েকজন অপেক্ষ্যমান যাত্রী জানান, নতুন করে বাস সার্ভিস চালু হওয়ায় আমরা খুশি। দ্রুততম সময়ে এবং ঝামেলাহীন ভাবে যাতায়াত করা যাবে। ভাড়াও সাধ্যের মধ্যে।

উল্লেখ্য, করোনাকালীন যাত্রী সংকটে গতো এপ্রিলে এ রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতি। আলেকজান্ডার বাজারে নিজেদের বাস স্টপেজের জায়গাটিও বিক্রি করে দেয় তারা। দীর্ঘ ছয় মাস পর আবারো তারা বাস সার্ভিস চালু করে।

বাস সার্ভিসটি পুনরায় চালু হওয়ায় এ অঞ্চলের মানুষ উপকৃত হবেন। সিএনজি অটোরিকসার দৌরাত্ম থেকেও রক্ষা পাবেন যাত্রীরা।