হিন্দু ধর্ম থেকে মুসলিম

রামগতিতে একই পরিবারে তিনজনের ইসলাম ধর্ম গ্রহন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০

দেশালোক: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের আজাদনগর বাজারে তিন হিন্দু ধর্মাবলম্বী (ত্রিপুরা) ইসলাম ধর্ম গ্রহন করেছেন।

২৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) মাগরিবের নামাজ শেষে একই পরিবারের এ তিনজনকে কালেমা পাঠ করান ধর্মীয় আলোচক ডাক্তার হাফেজ মাওলানা মো: নিজাম উদ্দিন। তিনি আজাদনগর বাজার কেন্দ্রিয় জামে মসজিদের খতীব।

এ তিনজন ইসলাম ধর্ম গ্রহন করার সকল আইনী প্রক্রিয়া সম্পাদন করে কালেমা পড়ে মুসলিম হয়েছেন। জানা যায়, এ তিনজন ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্মের প্রতি আগ্রহী হয়ে ওঠেন।

ইসলাম ধর্মগ্রহনকারী তিন জন হলেন, মিন্টু ত্রিপুরা বর্তমানে মো: লোকমান হোসেন (৩৮), স্ত্রী হিমলতা ত্রিপুরা বর্তমানে মরিয়াম (৩০) এবং ছেলে আপেল ত্রিপুরা বর্তমানে মো: ইয়াছিন আরাফাত (১৩)।

চর পোড়াগাছা  তিন নং ওয়ার্ড ইউপি সদস্য মো: লিটন দেশালোককে জানান, মাগরিবের নামাজের পর মসজিদে তিনজনকে ইসলাম ধর্ম গ্রহন করার সময়  দেখেছেন (নামাজে উপস্থিত ছিলেন)।

আজাদনগর বাজার কেন্দ্রিয় জামে মসজিদের খতীব ডাক্তার হাফেজ মাওলানা মো: নিজাম উদ্দিন দেশালোককে জানান, আইনী প্রক্রিয়া সম্পন্ন করে এ তিনজন মসজিদে উপস্থিত হলে আমি এফিডেভিট দেখে উপস্থিত মুসুল্লিদের সামনে কালেমা পাঠ করিয়েছি। এতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সম্মতিও ছিল।

এ বিষয়ে কথা বলতে চাইলে চর পোড়াগাছা ইউপি চেয়ারম্যান মো: নুরুল আমিনের মোবাইলে (সরকারি পোর্টালে প্রদত্ত) একাধিকার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।