রামগতি পৌর নির্বাচনঃ তৃনমুলেই আস্থা রাখলেন শেখ হাসিনা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১

দেশালোকঃ লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে তৃনমুলেই আস্থা রাখলেন আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মেয়র পদের প্রার্থী বাছাই সভায় রামগতি পৌরসভা নির্বাচনে মনোনয়ন দিলেন বর্তমান মেয়র এম মেজবাহ উদ্দিনকে।

এম মেজবাহ উদ্দিন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক। বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংগঠক ও আওয়ামীলীগ নেতা মরহুম অজি উল্যাহ মিয়ার জেষ্ঠ্য সন্তান।

বর্তমান মেয়র হিসেবে বেশ সফল তিনি। তাঁর প্রচেষ্টায় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।

উল্লেখ্য, ৪ ডিসেম্বর (শুক্রবার) আলেকজান্ডারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত এক সভায় তৃনমুল প্রার্থী হিসেবে নির্বাচিত হন। প্রার্থী বাছাইয়ে ৮৭জন ভোটারের মধ্যে ৬৯জন ভোটাধিকার প্রয়োগ করেন। সর্বোচ্চ ৩৩ ভোট পেয়ে এম মেজবাহ উদ্দিন দলীয় মেয়র প্রার্থী হিসেবে নির্বাচিত হন।