রামগতি পৌর নির্বাচনে মনোনয়নের বৈধতা পেলেন বিএনপি’র পটু

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

দেশালোক: রামগতি পৌরসভা নির্বাচনে বাতিল হওয়া মনোনয়নের বৈধতা পেলেন বিএনপি প্রার্থী সাহেদ আলী পটু।

উপজেলা নির্বাচন অফিস জানা যায়, ঋণখেলাপির অভিযোগে সাবেক মেয়র শাহেদ আলী পটু’র মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

২৫ জানুয়ারী  মহামান্য হাইকোর্টে আপীল করেন তিনি। ২৬ জানুয়ারী (মঙ্গলবার) প্রার্থীতা ফিরে  পাওয়ার রায় পান।

পৌর ৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক মো: মাকসুদ জানান, মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমাদের দলীয় মেয়র প্রার্থী হিসেবে শাহেদ আলী পটু’র মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন আপীল বিভাগ।

এ ব্যাপারে মেয়র প্রার্থী শাহেদ আলী পটু দেশালোক ডটকমকে জানান, মহামান্য আদালতের মাধ্যমে আমি আমার প্রার্থীতা ফেরত পেয়েছি। ইনশাআল্লাহ! নির্বাচন সুস্থ হলে আমরা জয়ের ব্যাপারেও আশাবাদী।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি রামগতি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৬ জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দলীয় একক প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়।

শাহেদ আলী পটু পৌরসভা বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পৌরসভার ‍দ্বিতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে মেয়রের দায়িত্বও পালন করেছিলেন তিনি।