চৌমুহনী পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ মেয়র নির্বাচিত

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

দেশালোকঃ নোয়াখালী জেলার বানিজ্যিক শহর চৌমুহনী পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন খালেদ সাইফুল্লাহ।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগ প্রার্থীর চেয়েও ২৪৮০ ভোটে বেশি পেয়ে তিনি মেয়র পদে জয় (বেসরকারী ভাবেে) লাভ করেন। তিনি মোবাইল ফোন প্রতীকে নির্বাচনে লড়ছিলেন।

বিজয়ী খালেদ সাইফুল্লাহ বেগমগঞ্জ উপজেলার সাংসদ মামুনুর রশীদ কিরন এর আপন ভাই।

আজ ৩০ জানুয়ারী (শনিবার) দেশব্যাপি ৬৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় চৌমুহনীতেও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে কোথাও কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।

মেয়র পদে মোবাইল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ পান ১৩৪১৭ ভোট, আওয়ামীলীগ প্রার্থী  আক্তার হোসেন ফয়সাল নৌকা প্রতীকে ১০৯৩৮, বিএনপি প্রার্থী জহির উদ্দিন হারুন ধানেরশীষ প্রতীকে ৫৫২৬ ভোট পেয়েছেন।