রামগতি পৌরসভায় মেয়র – কাউন্সিলর নির্বাচিত যারা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১

দেশালোক: ১৪ফেব্রুয়ারি অনুষ্ঠিত রামগতি পৌরসভায় মেয়র পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী এম মেজবাহ উদ্দিন।

নৌকা প্রতিকে তিনি পান ১০৫২৩ ভোট।দ্বিতীয় অবস্থানে আছেন স্বতন্ত্র প্রার্থী আবি আবদুল্যাহ। তিনি নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ৪৫৫ ভোট।

এছাড়াও বিএনপি সমর্থিত প্রার্থী সাহেদ আলী পটু ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৩৮৭ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুর রহিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৫১ভোট। জাতীয়পাটি সমর্থিত প্রার্থী মো: আলমগীর হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৪২ভোট। স্বতন্ত্র প্রার্থী ডা: জামাল উদ্দিন জগ প্রতীকে পেয়েছেন মাত্র ৯ভোট।

মোট ভোটারের সংখ্যা প্রায় ২০ হাজার। তারমধ্যে বৈধ সংগৃহীত ভোট ১১৬৬৭টি। বাতিল ভোট ১০টি। মোট শতকরা হারে যা মোট ভোটারের ৫৫.৮৬শতাংশ।

অনিয়ম এবং এজেন্ট বের করে দেয়াসহ বেশ কয়েকটি অভিযোগে দিন মেয়র প্রাথী ভোট বর্জন করেন দুপুর একটায়।

কাউন্সিলর পদে যারা নির্বাচিত হলেন তারা হলেন-  এক নং ওয়ার্ডে  মো: জয়নাল আবেদিন, দুই নং ওয়ার্ডে তাপস চন্দ্র দাস, তিন নং ওয়ার্ডে মো: নিজাম উদ্দিন, চার নং ওয়ার্ডে মো: নুর নবী, পাঁচ নং ওয়ার্ডে মো: শাহাদাত হোসেন, ছয় নং ওয়ার্ডে মো:  নেছার হাওলাদার, সাত নং ওয়ার্ডে মো: দিদার হোসেন খন্দকার, আট নং ওয়ার্ডে মো: মর্তুজা আল আমিন এবং নয় নং ওয়ার্ডে মো: ফারুকুল ইসলাম বাবলু।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচিত হলেন

১,২,৩ নং ওয়ার্ডে: গীতা রানী দাস, ৪,৫, ৬ নং ওয়ার্ডে: আকলিমা বেগম এবং ৭,৮,৯ নং ওয়ার্ডে: নাছিমা বেগম।