রামগতি পৌরসভা: সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত যারা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১

দেশালোক: ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন গীতা রানী দাস, আকলিমা বেগম এবং নাছিমা বেগম।

তিনটি পদে মোট লড়েছেন ১২জন প্রার্থী।

১,২,৩ নং ওয়ার্ডে চারজন। গীতা রানী দাস (আনারস) প্রতীকে ১৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত। অন্যান্যরা হলেন ইয়াছমিন আক্তার (জবা ফুল) প্রতিকে ১৪৩১ভোট, মিতা মজুমদার (টেলিফোন) প্রতিকে ৩৫০, এবং ফাতেমা বেগম (চশমা) প্রতীকে ৪২ ভোট।

৪,৫,৬ নং ওয়ার্ডে প্রতিদন্ধিতা করেছেন করেছেন পাঁচ প্রার্থী। আকলিমা বেগম (জবা ফুল প্রতীকে) ১২৭৬ ভোট পেয়ে নির্বাচিত। অন্যান্যরা হলেন- পারভীন আক্তার (অটোরিকসা) প্রতীকে ৯০৩, ইয়াছমিন আক্তার (টেলিফোন) প্রতিকে ৭৫০, জেসমিন আক্তার (আনারস) প্রতীকে ৬৭৭ এবং বিবি মরিয়ম (চশমা) প্রতীকে ৫৬৩ভোট পান।

৭,৮,৯ নং ওয়ার্ডে প্রার্থী ছিনে তিন জন। নাছিমা বেগম (চশমা) প্রতীকে ১৮৬১ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যান্যরা হলেন- মাহমুদা আক্তার মাসু (জবা ফুল) প্রতীকে ১৫৩৯ এবং মাহমুদ জাহান আইরিন (আনারস) প্রতীকে ৪১৪ ভোট পান।

এর মধ্যে ১,২,৩নং ওয়ার্ডের প্রতিদন্ধি প্রার্থী ফাতেমা বেগম জামানত হারিয়েছেন। তিনি চশমা প্রতীকে মাত্র ৪২ভোট পেয়েছেন।

গীতা রানী দাস টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন। অপরদিকে নাছিমা বেগম এর আগে দ্বিতীয় পৌর নির্বাচনেও সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ছিলেন প্যানেল চেয়ারম্যান হিসেবেও।