রামগতি: চার ইউনিয়নে ভোট ১১ এপ্রিল

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১

দেশালোক: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চার ইউনিয়নের ভোট অনুষ্ঠিত হবে আগামী ১১এপ্রিল ২০২১ইং তারিখে।

ইউনিয়ন গুলো হলো: ২নং চর বাদাম, ৩নং চর পোড়াগাছা, ৭নং চর রমিজ এবং ৯নং চর গাজী।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে ১৭ ফেব্রুয়ারি (বুধবার) কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। ইতোমধ্যে এই ৩২৩ ইউনিয়ন পরিষদের তালিকাও চূড়ান্ত করেছে ইসি। স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে।

ইসি সচিব জানান, প্রথম ধাপে ৪১টি ইউপিতে ইভিএমে ভোট হবে। সেদিন ৯টি পৌরসভাতেও ভোট হবে ইভিএমে। ইসি সচিব বলেন, দেশের ২০ জেলার ৬৩ উপজেলার ৩২৩ ইউপিতে ভোট ১১ এপ্রিল হবে। সেই লক্ষ্যে মার্চের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।

প্রথম ধাপে ৩২৩টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। তারমধ্যে রামগতি উপজেলার এ চারটি ইউনিয়ন রয়েছে।

চর বাদাম এবং চর পোড়াগাছা ইউনিয়নে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬সালের ২২মার্চ। চর রমিজ এবং চরগাজীতে নির্বাচন হয় ২০১৫সালের ১৫ অক্টেবর।

২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে ২৯ ধারায় বলা হয়েছে, পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কার্যকাল হবে প্রথম সভা অনুষ্ঠানের তারিখ থেকে পাঁচ বছর। পাঁচ বছর পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন হবে।