লক্ষ্মীপুর-২ আসনসহ সকল নির্বাচন স্থগিত

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২১

দেশালোক: করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আগামী ১১এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া সকল নির্বাচন স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বৃহস্পতিবার(১এপ্রিল) কমিশনের সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। দেশব্যাপী কোভিড-১৯ করোনা ভাইরাসের অস্বাভাবিক প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্থগিত নির্বাচন গুলোর মধ্যে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও আংশিক লক্ষ্মীপুর সদর) আসনের সংসদীয় উপনির্বাচনও রয়েছে। হবেনা সিলেট-৩ আসনের নির্বাচনও। রয়েছে ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং ১১টি পৌরসভা নির্বাচনও।

স্থগিত সকল নির্বাচনের তারিখ পরবর্তীতে জানানো হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

করোনা মহামারির কারণে আপাতত সব নির্বাচনী প্রশিক্ষণও বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।