লকডাউনে রামগতি উপজেলা প্রসাশনের ৭ নির্দেশনা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২১

দেশালোক: কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার নতুন করে লকডাউনের ঘোষনা দিয়েছে। আগামীকাল ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সাপ্তাহব্যাপী এ লকডাউন কার্যকর হবে।

লকডাউনে সাতটি নির্দেশনা দিয়েছে রামগতি উপজেলা প্রসাশন। এগুলো হলো-
১. সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরী সেবা দানের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবেনা।
২. সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরী প্রয়োজন ব্যাতিত ঘর থেকে বের হওয়া যাবেনা।
৩. ওষুধের দোকান, মুদি দোকান এবং কাঁচাবাজার ব্যতিত সব দোকান পাট বন্ধ থাকবে।
৪. মুদি এবং কাঁচাবাজার স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা (ক্রয় বিক্রয় করা যাবে) থাকবে।
৫. ওষুধের দোকান ও নিত্য প্রয়োজনীয় দোকানে বিক্রেতা ব্যতিত অন্য কেউ অবস্থান করতে পারবে না।
৬. জরুরী প্রয়োজনে ওয়ার মেম্বার বা ইউপি চেয়ারম্যানকে অবহিত করতে হবে।
৭. সব ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

উপরোক্ত নির্দেশনা গুলো প্রতিপালনের জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।