সাবেক সাংসদ ফরিদুন্নাহার লাইলী করোনা পজিটিভ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২১

দেশালোক: বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

১২ এপ্রিল (সোমবার) করোনা পজিটিভ হওয়া নিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। লেখেন –“আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কিছুদিন ধরে শরীর ভাল যাচ্ছিল না। জর আসা যাওয়া করতো। এ মুহূর্তে সর্দি আর কোন ঘ্রাণ পাচ্ছিনা। এই ছাড়া আর কোন শারীরিক সমস্যা নেই। চিকিৎসকের পরামর্শক্রমে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি।

উল্লেখ্য, কিছুদিন আগেই আপার একমাত্র ছেলে ঢাকা মেডিকেলের ডাক্তার এস এম আকবর জ্যাফরী মামা করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন। গেল এক বছর সে করোনা রোগীদের সেবা দিয়েছেন। আপনাদের দোয়ায় সে এখন অনেকটা সেরে উঠেছেন বলেও তিনি জানান।

তিনি তাঁর এবং পরিবারের সবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ফরিদুন্নাহার লাইলী নবম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন-১৮ (রামগতি-কমলনগর) নির্বাচনী এলাকায় সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য মনোনীত হয়েছেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সদর উপজেলায় অবস্থিত।