রামগতি: মোটর সাইকেল-সিএনজি সংঘর্ষে আহত একজনের মৃত্যু

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২১
নিহত মোটর সাইকেল চালক মো: সুজন (২০)

দেশালোক: রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে সকালে সংঘঠিত সড়ক দুর্ঘটনায় আহতদের একজন মারা গেছেন।

১২ এপ্রিল (সোমবার) আলেকজান্ডার – সোনাপুর আঞ্চলিক মহাসড়কের উপজেল স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে সকাল এগারটায় মোটর সাইকেল এবং সিএনজি অটোরিকসার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেলের দুই আরোহি এবং সিএনজি চালকসহ চারজন আহত হয়।

আহতদের মধ্যে পৌরসভার ৯নং ওয়ার্ডের মো: আশরাফ আলীর বড় ছেলে মো: সুজনকে (২০)  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বিকাল সাড়ে ৫টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা পথেই (কুমিল্লা বিশ্বরোড এলাকায়) সুজন মারা যান।

অন্যান্য আহতরা হলেন একই এলাকার মাওলানা মো: আবুল হোসেন এর ছেলে ইমতিয়াজ সাকিব (২০)। এ দুজন ছিলেন মোটরসাইকেল আরোহী। এছাড়াও সিএনটি ড্রাইভার এবং এক মহিলা যাত্রী আহত হন।

পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো: ফারুকুল ইসলাম বাবলু দেশালোক ডটকমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি এ বিষয়ে সার্বিক খোঁজ খবর রাখছেন বলেও জানান।

সকালের খবর পড়ুন:

রামগতি: স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোটর সাইকেল-সিএনজি সংঘর্ষ: আহত ৪