কবিতা: ভাঙ্গন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, মে ১৩, ২০২১
সারোয়ার মিরন:
ভেংগে যাচ্ছে সব-
লোকালয় প্রান্তর
মাঠের পর মাঠ
গ্রামের পর গ্রাম
জনপদের পর জনপদ।
*
বিলীন হচ্ছে-
মাটি ও মানুষ
এক একটি ইতিহাস
এক একটি বালু কনা।
*
চেয়ে থেকে অবাক হই
শুন্য ভিটায় পড়ে থাকা দোচালা ঘর
উঠোন, শান বাঁধানো ঘাট
পুকুরের নীলাভ জল
বন শালিকের কুহু ডাক।
কেবলই অনুভব করি।
*
গেরস্থ আর কায়স্তের ধানি জমি
অবলম্বনের শেষটুকুও
গিলে যাচ্ছে রাক্ষুসের পেটে
জলাভুমি আজ দানব সেজেছে
অসহায় অবেলায়।
*
কতো যাবে
কতো খাবে
কতো দেবে আর ধরা
মোর হৃদয়ে
অকাল গগনে
চলেছে ভীষন খরা।
*
লেখক: সম্পাদক, দেশালোক ডটকম