একনেকে অনুমোদন রামগতি কমলনগরের স্বপ্নের প্রকল্প

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুন ১, ২০২১

দেশালোকঃ আজ মঙ্গলবার ১জুন একনেক সভায় পাশ হয়েছে মেঘনার তীর সংরক্ষন বাঁধ প্রকল্প। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় তিন হাজার একশো কোটি টাকা।

এর আগে পরিকল্পনা মন্ত্রনালয়ের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে একনেক সভায় ৯নং প্রস্তাবনায় ছিলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় তিনি এ প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেন।

এ প্রকল্পের আওতায় রামগতি কমলনগর উপজেলা দুটির মেঘনার ভাংগন কবলিত প্রায় একত্রিশ কিলোমিটার বাঁধের কাজ হবে। একন কেবল টেন্ডার প্রক্রিয়া বাকি থাকলো।

গতো দু বছর ধরে প্রকল্পটি নিয়ে কাজ করছেন লক্ষ্মীপুর-৪ এর সাংসদ মেজর (অব) আবদুল মান্নান এবং কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা রামগতির কৃতি সন্তান আবদুজ্জাহের সাজু। দুজনেই প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন হওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। দিয়েছেন নিজ ফেসবুক ওয়ালে পোস্টও।