রামগতি যুব সংঘের নলকূপ পেলেন তিন পরিবার

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জুন ৩, ২০২১

দেশালোক: ধারাবাহিক সামাজিক কর্মসূচির আওতায় রামগতি উপজেলার বিভিন্ন স্থানে সুপেয় পানি পান নিশ্চিত করতে শ্যালো  নলকূপ (পানির কল) বিতরন করছে স্বেচ্ছাসেবী সংঘঠন রামগতি যুব সংঘ।

৩জুন (বৃহস্পতিবার) স্থানীয় অসহায়, ভূমিহীন এবং নদীভাংগন কবলিত পরিবারের মধ্যে তিনটি  নলকূপ (পানির কল) বিতরন এবং স্থাপন করা হয়। উপকারভোগীরা হলেন পৌর ৮নং ওয়ার্ডের জামাল উদ্দিন, আলেকজান্ডার এলাকায় নদী ভাংগনের শিকার মো: আবদুর রব এবং বাংলাবাজারের মো: হারুন। এর ফলে বেশ কয়েকটি পরিবার সুপেয় পানির পানে দীর্ঘ মেয়াদে উপকৃত হবেন।

এ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রভাষক মো: আওলাদ হোসেন আরিফ, সাধারন সম্পাদক মো: সালা উদ্দিন বাবুল, সহ সাধারন সম্পাদক মো: আবদুস সামাদ, কোষাধ্যক্ষ রাজিব কুন্ডু, দপ্তর সম্পাদক মো: হেলাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আবু ইউছুফ ডালিমসহ অন্যান্য সদস্যরা।

সভাপতি আওলাদ হোসেন আরিফ জানান, আমরা এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতে আরো বড় পরিসরে করবো। এ লক্ষে আমাদের কাজ চলছে। আমরা চাই একজন উপকারভোগী দীর্ঘ মেয়াদে যেন উপকৃত হন।

উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠনটি ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন আত্ম-মানবতামূলক কার্যক্রমের পাশাপাশি, সফল উদ্যোক্তাদের সম্মাননা, বিনামূল্যে রক্ত দান, অসচ্ছল পরিবারের ঘর নির্মান, অসহায় রোগীর চিকিৎসা ব্যয় নির্বাহ, বাল্য বিয়ে ও যৌতুক প্রতিরোধে একাধিক কর্মসূচি পালন করছে। চলতি বছরের মার্চ মাসে ২৫জন যুব ও মহিলাকে মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে।