স্বার্থপরতা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১

আতাউর রহমান রাব্বি

যেই সমাজের বিবেকগুলো কথা বলে না ভয়ে
যেই সমাজের আদর্শ আজ যাচ্ছে ক্রমে ক্ষয়ে
সেই সমাজে কেউ তো নয় কারও আপন
থাকে যদি সমাজে সর্বত্র স্বার্থপরতা।

বাস্তবতার কাছে যেথায় হারছে
যেই সমাজে মিথ্যে বললে বাহ বাহ’র ছড়াছড়ি,
সেই সমাজে সত্য বললে দাম নেই আর কানাকড়ি
সেই সমাজকে ঘিরে করছে অনেকেই,
দিনের পর দিন ভালো মানুষের অভিনয়
তাইতো ভরে গিয়েছে স্বার্থপর কানাই কানাই।

তাই নেই আজ সমাজে ঐক্য
সমাজে ভরে গিয়েছে বিষন্নতার করুন চিত্র,
চলবে আর কতদিন সমাজে এই গল্প
তাইতো বলি ভাই করবো না আর দেরি
এসো সবাই সমস্বরে আওয়াজ করি স্বার্থপরতাকে না বলি।
চলো সবাই হই একে অপরের মিতা
এই চরণ গুলো অনুধাবন করে
ভালোবাসা দিয়ে জয় করুন সমাজকে
তবেই বদলে যাবে করুন চিত্র সমাজ থেকে।