বেড়ীবাঁধে সেনাবাহিনীর দাবিতে রামগতিতে কর্মসূচি ঘোষনা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২১

দেশালোকঃ রামগতি – কমলনগর উপজেলার মেঘনার ভাংগনরোধের প্রকল্প কাজ সেনাবাহিনীর মাধ্যমে করানোর দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২০আগস্ট শুক্রবার বিকেলে রামগতি উপজেলা বিআরডিবি মিলনায়তনে এ মতবিনিময়ের আয়োজন করে স্বেচ্ছাসেবি সংগঠন রামগতি কমলনগর অনলাইন এক্টিভিস্ট ফোরাম।

এতে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবু নাসের, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শোয়াইব হোসেন খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন তরুন রাজনীতিবিদ আরিফ চৌধুরী, এডভোকেট রিপন পাটোয়ারী, রামগতি রক্ষা মঞ্চের সমন্বয়ক ইসমাইল হোসেনসহ বেশ কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নেতা-কর্মী।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদ সুমনের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন সহসভাপতি সোলায়মান শিবলু, সাংগঠনিক সম্পাদক খোয়াইব হোসেন খন্দকার, সারোয়ার সবুজ, ইমাম হোসেনসহ অনেকে।

সভায় রামগতি রক্ষা মঞ্চের ব্যানারে বেড়ীবাঁধ কাজে সেনাবাহিনীর সম্পৃক্ততা চেয়ে আগামীকাল ২১আগস্ট সকাল এগাটায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আবদুল মোমিন এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বক্তারা বলেন, এ দাবি রামগতি কমলনগরের সাত লক্ষ মানুষের প্রানের দাবি। সেনাবাহিনীর মাধ্যমে আমরা যে কোন মুল্যে কাজ চাই। এ সংক্রান্ত সব ধরনের কার্যক্রম এবং আন্দোলনের সাথে তারা ঐক্যমত পোষন করবেন। বক্তারা ৩১শ কোটি টাকার প্রকল্প বরাদ্ধ দেয়ায় প্রধানমন্ত্রীকে রামগতি-কমলনগরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী সেনাবাহিনীর বিষয়টিও মানবিক কারনে বিবেচনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সাংসদ মেজর (অবঃ) মান্নানকেও ধন্যবাদ জানিয়ে তারা বলেন, তিনিও যেন সর্বোচ্চ চেষ্টাটুকু করেন বিশাল এ বাজেটের কাজে সেনাবাহিনীর মাধ্যমে করানোর চেষ্টা অব্যাহত রাখেন।

সংগঠন দুটির নেতারা বলেন, স্মারকলিপির মাধ্যমে আমরা সরকারে দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রয়োজনে অহিংস আন্দোলনের কর্মসূচি ঘোষনা দেয়া হবে।