রামগতিতে পুলিশের ফেসবুক পোস্ট: প্রতিবন্ধী পেয়েছে বাবা-মা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১

দেশালোক:
১২সেপ্টেম্বর রোববার রামগতি উপজেলার বয়ারচর গ্রামে একটি বাকপ্রতিবন্ধী মেয়েকে পাওয়া যায়। খোঁজ পেয়ে মেয়েটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়। মেয়েটির নাম তাহামিনা আক্তার। যার আনুমানিক বয়স ১৫ বছর।

মেয়েটির বাবা মা কিংবা প্রকৃত অভিভাবকের খোঁজ চেয়ে রামগতি থানা পুলিশের অফিশিয়াল ফেসবুক আইডি রামগতি থানা ল²ীপুর-এ একটি পোস্ট করা হয়। এ পোস্ট ছড়িয়ে পড়লে তার বাবা মায়ের খোঁজ মেলে।

১৩ সেপ্টেম্বর তার পরিবারের নিকট তাহামিনাকে হস্তান্তর করা হয়। তার বাবার নাম আবদুল মান্নান এবং মাতা হালিমা খাতুন। তার বাড়ি নোয়াখালী জেলার সূবর্নচর উপজেলার সোলেমান বাজার এলাকায়।

রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান, মেয়েটির প্রকৃত বাবা মায়ের খোঁজ মেলায় তাকে তাদের হেফাজতে প্রদান করা হয়।