রামগতিতে আ.লীগ নেতা সাজু’র উদ্যোগে শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরন বিতরন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২১

দেশালোক:
শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ল²ীপুরের রামগতির চরাঞ্চলে দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরন এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার দক্ষিন-পশ্চিম চর রমিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরন করা হয়।

এ উপলক্ষে বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুজ্জাহের সাজু।

প্রধান শিক্ষক জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আহসান, সহকারি শিক্ষা কর্মকর্তা হরিদাস সরকার, চররমিজ ইউনিয়ন চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম দিদারসহ প্রমুখ।

বক্তব্যে আবদুজ্জাহের সাজু বলেন, করোনাকালীন শিক্ষার্থীদের উৎসাহ দিতে চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের স্থানীয় বিত্তবানরা সহযোগিতা করলে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা সম্ভব। এতে শিক্ষার হার বাড়বে।