৭দফা দাবিতে রামগতিতে মৎস্যজীবীদের সমাবেশ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২২

দেশালোকঃ

নিবন্ধিত জেলেদের তালিকা পুনর্বহাল,  বাদপড়া জেলেদের তালিকায় অন্তর্ভুক্তিকরনসহ সাত দফা দাবিতে রামগতিতে সমাবেশ ও স্মাররকলিপি কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি উপজেলা শাখা।

১৫ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা এসএম শান্তুনু চৌধুরী। বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন (ভিপি হেলাল), লক্ষ্মীপুর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি রেজাউল হক মাঝি, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খন্দকার, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেনসহ প্রমুখ নেতৃত্ব।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বেলায়েত হোসেন মাঝি। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হানিফ মাঝি।

বক্তারা মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন মান উন্নয়নের সরকারী বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি জেলেদের যে কোন অধিকার আদায়ে পাশে থাকার ঘোষনা দেন।

অন্যান্য দাবি গুলো হচ্ছে, শতভাগ খাদ্য সহায়তা নিশ্চিত করা, অসহায় জেলেদের পুনর্বাসন,  অবৈধ কারেন্ট জাল নিষিদ্ধ করা এবং জেলেদের  বিজিএফ চাল বিতরনে সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।