রামগতিতে মেঘনায় ট্রলার ডুবিতে মৎস্য ব্যবসায়ী নিখোঁজ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২২

দেশালোক:
রামগতিতে মেঘনায় ট্রলার ডুবিতে মো: এনামুল হক উরফে এনাম মাঝি (৪২) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গতকাল ১০আগস্ট (বুধবার) সন্ধ্যায় মেঘনার খুটার চর নামক স্থানে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। তিনি উপজেলা টাংকির খাল সংলগ্ন রামগতি মাছ ঘাটের একজন ব্যবসায়ী।
জানা যায়, দু দিন আগে ১২জন সঙ্গীসহ মাছ ধরতে সাগরে যান তিনি। বৈরি আবহাওয়ার কবলে পড়ে ভাসানচরে অদুরে খুটারচর (ঠেঙ্গারচর) মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। নিখোঁজ এনামুল হকের বাড়ি উপজেলার বড়খেরী ইউনিয়নের ৮নং ওয়ার্ড গরম্নকাটা গ্রামে। নিখোঁজের স্বজন মো: কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, তার সাথের অন্য ১০জনের খোঁজ পাওয়া গেলেও আমার ফুফার খোঁজ মেলেনি। এ নিয়ে পরিবারে বইছে কান্নার রোল। এ ঘটনায় পাশ্ববর্তী এলাকার লিটন নামের একজনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো: ফেরদৌস জানান, এমন খবর আমরা এখনো পাইনি। তবে গভীর সাগরের নোয়াখালী সীমানায় একটি ট্রলার ডুবি হয়েছে বলে শুনেছি।