রামগতিতে ইউপি নির্বাচন: সপথ নিলেন ২চেয়ারম্যান, ২৪ সদস্য

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২২

দেশালোক:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুটি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান ও সাধারন সদস্যরা সপথ নিয়েছেন। ২৫আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে জেলা প্রসাশকের কার্যালয়ে ৫নং চর আবদুল্যাহ ইউপি চেয়ারম্যান মো: কামাল হোসেন মঞ্জুর এবং ৮নং বড়খেরী ইউপি চেয়ারম্যান হাসান মাকসুদ মিজান জেলার অন্যান্য চেয়ারম্যানদের সাথে সপথ অনুষ্ঠানে অংশ নেন। সপথ বাক্য পাঠ করান জেলা প্রসাশক মো: আনোয়ার হোছাইন আকন্দ।

একই সময়ে উপজেলা প্রসাশনের সম্মেলন কক্ষে সপথ নেন দুটি ইউনিয়নের ১৮জন সাধারন সদস্য এবং ৬জন সংরক্ষিত সাধারন সদস্য। তাঁদের সপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহি কর্মকর্তা এসএম শান্তুনু চৌধুরী।

উল্লেখ্য, গত ২৭ জুলাই উপজেলার এ দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। দু প্রার্থীই টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হিসেবে নৌকা প্রতিকে চেয়ারম্যান নির্বাচিত হন।