কবিতাঃ একা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২

একা

—  সারোয়ার মিরনঃ
——
যা, মুক্তি দিয়ে দিলাম যতো সব আলিঙ্গন থেকে
বাহুডোরে আর বাঁধিবনা দৃষ্টির বেড়াজাল
দৃশ্যমান আর হব না আঁখির ঘোরে
ধুয়ে মুছে দিলাম স্মৃতি বিস্মৃতির যতো সব উচ্ছিষ্ট।
—-
আজ থেকে একা আমি, আমার আমিত্ব
একা পথ, একাকি যাত্রা, একেলা চলা
বহমান এ নষ্ট সময়ে অশ্রুতারাও একাকি
থমকে দাঁড়ানো একা আমার জগত।
—-
কোথাও কেউ নেই, না আমি? না সে?
যে যার পথ ধরে হেঁটে চলে সমান দুরত্বে
হয়তো অবাক! পিছু ফিরে দ্যাখে বেখায়ালি চোখ
স্তম্ভিত হৃদয়ে উঁকি মারে বারবার সত্যের অপ্রলাপ—

জন্মে একা, মৃত্যুও একা
মাঝখানেও একলা সংসার।
—–