বিভিন্ন দাবিতে রামগতিতে ফারিয়া’র মানববন্ধন ও বিক্ষোভ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২২
দেশালোকঃ
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) উদ্যোগে চাকরী ছাটাই, দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে টিএ/ডিএ বৃদ্ধিকরণ এবং অবৈধ ব্যবস্থাপত্র পরিদর্শন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। রামগতি উপজেলায় কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধি ও ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) এর সকল সদস্যগণ এতে অংশ নেয়।
মানববন্ধনে বক্তরা বলেন- সরকার দেশের বৃহৎ কল্যানের স্বার্থে জ্বালানি তৈলের মূল্য বৃদ্ধি করেছেন, সেই সাথে নিত্য পণ্যের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের পেশাগত দায়িত্ব পালনে মটরসাইকেল অপরিহার্য একটি বাহন। প্রতিনিয়ত আমাদের ক্রয় ক্ষমতা উর্ধ্বে গিয়ে জ্বালানী তেল কিনে বিশাল আর্থিক সংকটে পড়তে হচ্ছে। এছাড়াও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীন ভাবে বেড়েই চলছে। যার ফলে আমাদেরকে নানান ধরনের বিপাকে পড়তে হচ্ছে।
এ অবস্থায় আমাদের বেতন-ভাতা টিএ,ডিএ বৃদ্ধির দাবীতে আজ রাস্তায় নেমে রামগতি উপজেলাসহ দেশ ব্যাপি প্রতিবাদ কর্মসূচী পালন করা হচ্ছে। এছাড়াও অবৈধ প্রেসক্রিপশন সার্ভের কারণে আমরা বিভিন্ন সময় বিড়ম্বনার শিকার হচ্ছি, এজন্য এ সার্ভে বন্ধের জোর দাবী জানাচ্ছি।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তৃতায় সাবেক চট্টগ্রাম ফারিয়া’র বিভাগীয় সহ:সভাপতি ও রামগতি উপজেলা ফারিয়া’র সভাপতি খন্দকার নজরুল ইসলাম মাসুদ বলেন অনতিবিলম্বে তাদের ফার্মাসিটিক্যালস কোম্পানীগুলো ঘোষিত সুনির্দিষ্ট নীতিমালার দাবী বাস্তবায়নের জোর দাবী জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন, রামগতি ফারিয়া’র সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেন, কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নুরু, উপদেষ্টা মন্ডলির সদস্য পাবন দাস।