রামগতিতে মরহুম আজাদ-জামাল ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৩

দেশালোক:
বীর মুক্তিযোদ্ধা মরহুম আজাদ জামাল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি, রোববার বিকেলে উপজেলার চররমিজ ইউনিয়নের বিবিরহাট রশিদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় অংশ নেন চরগাজী ইউনিয়ন ও চরমেহার মাষ্টার পাড়া উন্নয়ন ক্লাব। খেলায় চরমেহার মাষ্টার পাড়া উন্নয়ন ক্লাব ১-০ গোলে চরগাজী ইউনিয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) সংসদ সদস্য মেজর (অব) আবদুল মান্নান, উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, উপজেলা নির্বাহি কর্মকর্তা এসএম শান্তুনু চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ জেলা পরিষদ সদস্য মেজবাহ উদ্দিন ভিপি হেলাল, চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সোহেল, বড়খেরী ইউপি চেয়ারম্যান হাসান মাকসুদ মিজান, চররমিজ ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম দিদার, আওয়ামীলীগ নেতা আবদুজ্জাহের সাজুসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

গত একমাস ধরে চলা এ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা দেখতে হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত হন। ফাইনালে দুটি দলেই একাধিক নাইজেরিয়ান ফুটবলার অংশগ্রহন করেন। অনুষ্ঠানে সাবেক জাতীয় ফুটবলার আকবর হোসেন রিদনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।