ডেঙ্গু আক্রান্ত হয়ে রামগতিতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু Sarwar Sarwar Miran প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৩ দেশালোক: লক্ষ্মীপুরের রামগতিতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মীর সালমান (২৪) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২৭ সেপ্টেম্বর, বুধবার ভোরে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সালমান চরগাজী ইউনিয়নের ৮নং চরলক্ষ্মী গ্রামের মরহুম মীর সারোয়ার এর একমাত্র ছেলে। সে স্থানীয় আহমদীয়া ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পারিবারিক সূত্রে জানা যায়, সালমান গতে কয়েকদিন ধরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলো। অবস্থার অবনতি হওয়ায় গতকাল সন্ধ্যায় নোয়াখালী জেলার সদরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থান মারা যান। চরগাজী ইউপি চেয়ারম্যান মো: তাওহীদুল ইসলাম সুমন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সে আমার ইউনিয়নের বাসিন্দা। গত তিন দিন যাবত জ্বরে ভুগতেছিল গতকাল রাতে। নোয়াখালী হসপিটালে নেওয়ার পরে ইন্তেকাল করেন। SHARES উপকূল বিষয়: