রামগতিতে মুজিববর্ষের ঘর পেলেন আরো ২০জন Sarwar Sarwar Miran প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জুন ১১, ২০২৪ দেশালোক: মুজিববর্ষে ভূমি ও গৃহহীন পরিবারের জন্য উপহার হিসেবে আশ্রয়ন প্রকল্পের ৫ম পর্যায়ের দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুরের রামগতিতে বরাদ্ধকৃত ভূমিসহ ঘর বুঝে পেলেন আরো ২০পরিবার। ১১জুন মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এসব ঘরের চাবি হস্তান্তর করেন। উপজেলা হলরুমে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি প্রচারিত অনুষ্ঠান উপভোগের পর উপকারভোগীদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার সৈয়দ আমজাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, সহকারি কমিশনার (ভূমি) মানষ চন্দ্র দাস, উপজেলা প্রকৌশল কর্মকর্তা সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে গতো তিন বছরে এ প্রকল্পের আওতায় সর্বমোট সরকারি ঘর পেয়েছেন ১হাজার ২০টি পরিবার। সর্বশেষ চরআলগী এবং চরপোড়াগাছা ইউনিয়ন সীমান্তের চর নেয়ামত ৫নং ওয়ার্ড এলাকায় ২০টি ঘর হস্তান্তর করা হয়। এ ধাপের প্রতিটি ঘরে নির্মান ব্যয় হয়েছে ৩লক্ষ চার হাজার পাঁচশত টাকা। উপকারভোগীদের সবাই চরআলগী, চরপোড়াগাছা ইউনিয়ন এবং নদী ভাংগনের শিকার হওয়া বাসিন্দা। SHARES উপকূল বিষয়: