সাবেক সাংসদ নিজানের মায়ের ইন্তেকাল Sarwar Sarwar Miran প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৪ দেশালোক: বাংলাদেশে জাতীয়তাবাদী দল- বিএনপি’র নিবার্হি কমিটির সহ-শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানের মা শামছুন নাহার (৯০) মৃত্যুবরণ করেছেন। ১০জুলাই বুধবার বিকেল ৩টায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের নিজ বাড়িতে তিনি বার্ধক্যজনিত কারনে পরলোকগমন করেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নিজ বাড়ির দরজায় প্রাইমারি স্কুল মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। মরহুম শামছুন নাহার মৃত্যুকালে চার মেয়ে এবং এক ছেলেসহ আত্মীয় স্বজন এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার স্বামী ও এবিএম আশরাফ উদ্দিন নিজানের বাবা মরহুম আবদুল হাদি মিয়া ২০০৬সালে মৃত্যুবরণ করেন। বাবার নামে সাবেক এ সাংসদ রামদয়াল বাজারের পশ্চিম পাশে আবদুল হাদি কলেজ নামে একটি মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। মরহুমার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় বিএনপি ও অঙ্গসংগঠন, লক্ষ্মীপুর জেলা বিএনপি এবং উপজেলা বিএনপিসহ এর অঙ্গসংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দল শোক প্রকাশ করেছেন। রামগতি পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আকবর হোসেনসহ বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। SHARES উপকূল বিষয়: