রামগতিতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৪

দেশালোক:
লক্ষ্মীপুর রামগতি উপজেলার ভিন্ন ভিন্ন স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ও সন্ধ্যার মধ্যে রামগতি পৌরসভায় আবদুল্যাহ (২), চরগাজীতে দুর্জয় চন্দ্র দাস (৩) এবং চরআলগী ইউনিয়নে ফাতেমা আক্তার (৩) নামে এ তিন শিশু মারা যায়।

এদের মধ্যে রামগতি পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মো: হুমায়ুনের ছেলে আবদুল্যাহ (২) বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে মারা যায়। জানা যায়, ঘরের সামনে উঠানে ছোট বোনের সাথে খেলছিল। কিছুক্ষন পর দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকেন। পরে পুকুরের পানিতে ভেসে থাকা অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে একই দিন বিকেলে উপজেলার চরগাজী ইউনিয়নের আকবর আলী হাজীর হাট এলাকার বাসিন্দা সুশীল চন্দ্র দাসের ছেলে দুর্জয় চন্দ্র দাস (৩) পানিতে ডুবে মারা যায়। জানা যায়, খেলতে গিয়ে পরিবারের সদস্যদের আগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

একই দিন ৬নং চরআলগী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবুল কালামের মেয়ে ফাতেমা বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে মারা যায়। এছাড়াও নাহিদ নামের দেড় বছর বয়সী এক শিশু পানিতে ডুবে যাওয়ায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

চর আলগী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরী, রামগতি পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: নুর নবী এবং শিশু লিংকনের মামা বংকিন চন্দ্র দাস পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোসলেহ উদ্দিন জানান, পবিরাবের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ সমূহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।