সেতু ধস: যে কোন মুহুর্তে আলেকজান্ডার-সোনাপুর সড়ক যোগাযোগ বন্ধ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০২৪

দেশালোক:

জোয়ারের অতিরিক্ত স্রোতে রামগতি উপজেলার আলেকজান্ডার টু সোনাপুর সড়কের নবিয়ল মোড়ের সেতুর বৃহৎ অংশ ধসে পড়ায় যে কোন সময় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। লেগে থাকা অবশিষ্ট্য অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে সিএনজি অটো রিকসাসহ ছোট ছোট যানবাহন। জরুরি ভিত্তিতে অবশিষ্ট্য অংশসহ ধেবে যাওয়া অংশের সংষ্কার না করা হলে দ্রুতই ভেংগে পড়তে পারে সেতু ও সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়ক। এর ফলে ২৬কিলোমিটার সড়কের আলেকজান্ডার থেকে নোয়াখালী জেলা শহর ও সদরের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। এরই মধ্যে বাস-ট্রাকসহ বড় ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সেতুসহ সেতুর দুপাশের সংযোগ সড়কের দুপাশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।

মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকাবাসী সেতু ও সংযোগ সড়কসহ ধসে পড়া অংশে লাল কাপড়ের সংকেত দিয়ে ঘিরে রাখা হয়েছে। ঐ এলাকার শফিউল, কারিমসহ একাধিক ব্যক্তি জানান, হঠাৎ করে যে কোন যানবাহন যেন দুর্ঘটনায় না পড়ে তার জন্য বিপদজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা বলেন, দ্রুত সেতু ও সড়কের ধেবে যাওয়া অংশ সমাধান না করলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত সেতু ও সড়ক পরিদর্শনে আসা লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের ওয়ার্ক অ্যাসিস্টেন্ট আবদুল মতিন জানান, সেতুর অংশবিশেষ ধেবে যাওয়ার খবর শুনে পরিদর্শনে এসেছি। সহসাই সংষ্কারের কাজ শুরু করা হবে।