রামগতিতে হিন্দুদের নিরাপত্তা রক্ষায় কাজ করছে জামায়াত Sarwar Sarwar Miran প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৪ দেশালোক: লক্ষ্মীপুরের রামগতিতে সংখ্যালঘু হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনাগার, মন্দির ও জান-মালের নিরাপত্তা রক্ষায় কাজ করছে উপজেলা জামায়াত। হিন্দুদের ব্যবসায় প্রতিষ্ঠান, দোকান-পাট, বাড়িঘর ও জান-মাল রক্ষায় ইউনিটভিত্তিক দায়িত্ব বন্টন করে দায়িত্ব পালন করছে দলটির নেতাকর্মীরা। গত সোমবার সরকার পতনের দিন সন্ধ্যা থেকে পালাক্রমে দলটির নেতাকর্মীরা আলেকজান্ডার বাজারসহ উপজেলার সবকটি বাজারে হিন্দুদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান পাহারা, খোঁজ-খবর নেওয়া, বাড়ি বাড়ি গিয়ে অভয় দেওয়া, মন্দির প্রার্থনাগার পরিদর্শন ও পাহারা দেওয়াসহ বিভিন্ন কার্যক্রম পালন করছে। জামায়াতের উপজেলা আমির মাওলানা আবদুর রহিম, পৌর আমির আবুল খায়ের এবং পৌর সেক্রেটারি গোলাম মাওলা এর নেতৃত্বে রামগতি উপজেলার ১২টি বড় মন্দিরসহ হিন্দুপাড়াসমূহের ছোট-খাট প্রার্থনাগার পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ খবর নেন। ৯আগস্ট পৌর জামায়াতের সেক্রেটারি গোলাম মাওলা রামগতি পৌরসভার ৯নং ওয়ার্ড মুচিবাড়ি এবং ৪নং ওয়ার্ডে সাহাপাড়া পরিদর্শনকালে বলেন, সনাতন ধর্মের মানুষেরা আমাদের ভাই। আমাদের রক্ত এক। আমরা একে অন্যের দু:খে কষ্টে একসাথে কাটাই। আমরা চাই না তারা অনিরাপত্তায় ভোগেন। একটি মহল পরিস্থিতি ঘোলাটে করতে সংখ্যালঘু পরিবারের বাড়িঘরে, মন্দিরে হামলা করার পাঁয়তারা করছে। আমরা এমনটা কখনোই হতে দেব না। আমরা সবসময় সংখ্যালঘুদের পাশে আছি। SHARES আইন আদালত বিষয়: