শিক্ষার্থীদের দাবির মুখে রামগতিতে প্রধান শিক্ষকের পদত্যাগ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪

দেশালোক:

ছাত্রীদের সাথে আশালীন আচরন, আর্থিক দুর্নীতি, অন্যের সনদে চাকুরীসহ নানান অভিযোগের ভিত্তিতে লক্ষ্মীপুরের রামগতিতে মাহমুদা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জহির উদ্দিন বাবর পদত্যাগ করেছেন।

১৮ আগস্ট (রবিবার) বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সদ্য সাবেক সাংসদ মো: আবদুল্যাহ আল মামুন বরাবর তিনি এ পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগের কারন হিসেবে তিনি উল্লেখ করেন, আমার বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের আনীত ১০টি অভিযোগের ভিত্তিতে এবং উক্ত অভিযোগগুলো স্বীকার করে স্বেচ্ছায় স্বজ্ঞানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করলাম।
নাম প্রকাশে কয়েকজন শিক্ষার্থী এবং অভিভাবকসূত্রে জানা যায়, প্রধান শিক্ষক জহির উদ্দিন প্রায়শই বিভিন্ন কৌশলে ছাত্রীদের গায়ে হাত দিতেন, শিক্ষার্থীদের সাথে অশালীন আচরন করেন, ভুয়া বিল করে বিদ্যালয়ের টাকা আত্মসাৎ করতেন। এসব অভিযোগ তুলে রবিবার সকাল থেকে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভসহ আন্দোলন কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন।

প্রধান শিক্ষক জহির উদ্দিন বাবর জানান, বিদ্যালয়ের এক সিনিয়র শিক্ষক প্রধান শিক্ষক হওয়ার জন্য আমার পিছনে শিক্ষার্থীদের লেলিয়ে দিয়েছেন। আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই পদত্যাগপত্র দিতে বাধ্য হয়েছি।

এ বিষয়ে কথা বলার জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক সাংসদ মো: আবদুল্যাহ আল মামুনের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও যোগাযোগ করা যায়নি