রামগতিতে জমির আলী স্মৃতি সংসদের ত্রাণ সামগ্রী বিতরণ Sarwar Sarwar Miran প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৪ দেশালোক: লক্ষ্মীপুরের রামগতিতে গত এক মাস ধরে বন্যাদুর্গত ও পানিবন্ধী ৫শতাধিক মানুষের মাঝে চাল-ডাল-তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছে আলহাজ্ব মোহাম্মদ জমির আলী স্মৃতি সংসদ। ২৪আগস্ট (শনিবার) সকাল ১০টায় উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের নতুন রাস্তার মাথা এলাকায় এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মুসলিম লীগের সাবেক সভাপতি ও বরেন্য রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম মো: জমির আলীর ভাই মো: আবি আবদুল্যাহ, ছেলে মো: তারেক জমির সজীব, ভাগিনা অ্যাডভোকেট মো: জসীম উদ্দিন, মো: জুয়েল, নিজাম উদ্দিনসহ পরিবারের ব্যক্তিবর্গ। এ সময় মরহুম জমির আলীর ছেলে মো: সজীব জমির সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমার বাবা সারাজীবন গণমানুষের জন্য রাজনীতি করেছেন। আমরা তাঁর পদাংক পুরোপুরি অনুসরন করতে না পারলেও রামগতিবাসীর যে কোন বিপদ আপদে পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। ইতিমধ্যে বাবার স্মৃতি রক্ষা ও অবদান তুলে ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম এ সংগঠনটি করে আসছে। এ সংগঠনের মাধ্যমে মসজিদ মাদরাসাসহ দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আপনাদেরকে পাশে নিয়ে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে কাজ করে যাবো। SHARES উপকূল বিষয়: